বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা (for class 10)
1. আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার নীচের অংশ লক্ষ বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের গ্যাসের দেখা 20 দেখি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি আশের উচ্চতা 42 সেমি ঘন সেমি লোকার ওজন 7.5 গ্রাম হলে, লোহার স্তরে ওজন কত হবে তা হিসাব করে লিপি। সমাধান : চোঙের ভূমির ব্যাসার্ধ = 20/2 সেমি = 10 সেমি এবং উচ্চতা = 2.8 মিটার = 280 সেমি আবার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেমি = 20/2 সেমি. = 10 সেমি এবং উচ্চতা = 42 সেমি : চোঙের আয়তন = π× (10) 2 x 280 ঘনসেমি. =(22 /7) x 10 x 10 x 280 ঘনসেমি = 88000 ঘনসেমি এবং শঙ্কুর আয়তন = (1/3) π x (10)2 x 42 ঘনসেমি = (1/3)×(22/7) x 100 × 42 ঘনসেমি = 4400 ঘনসেমি . লোহার স্তম্ভটির মোট আয়তন =(88000 + 4400) ঘনসেমি = 92400 ঘনসেমি. আবার 1 ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম . সুতরাং ,লোহার স্তম্ভটির মোট ওজন =(92400 x 7.5)গ্রাম = 693000 গ্রাম = 693 কিগ্রা ...