Chapter -3 : বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ( SAQ) for class 10



 (1) 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা-এর দৈর্ঘ্য 12 সেমি.। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি।

সমাধান :

প্রদত্ত তথ্যানুযায়ী,


 AP = AQ = 10 সেমি


 এবং AB  হলো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা,

 AB = 12 সেমি।

আমরা জানি, দুটি বৃত্তের সাধারণ জ্যা ও বৃত্ত দুটির কেন্দ্র সংযোগকারী সরলরেখাংশ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।


 .: OP = OQ এবং OA = OB = 6 সেমি।


 ∆OAQ-এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র থেকে পাই--


 অতএব  OQ = √(AQ ^2 – OA ^2) = √(100 – 36)= √64 = 8  সেমি।


 অতএব ,বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = (৪ + ৪ )সে.মি.

= 16 সে.মি.।


 (2) 5 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। AB = AC = 6 সেমি. হলে, BC জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করি।

সমাধান : প্রদত্ত , AB =AC = 6 সে.মি.

   এবং OB = OC = OA = 5 সে.মি. 

                          ( একই বৃত্তের ব্যসার্ধ)

যেহেতু , ABOC একটি কাইট , অতএব , OA এবং BC পরস্পর লম্ব অর্থাৎ 

  OA লম্ব BC

-> OD লম্ব BC 

অতএব , O কেন্দ্রীয় বৃত্তে BC এর উপর OD লম্ব হলে , অবশ্যই BD=CD হবে ।

এখন , সমদ্বিবাহু ত্রিভুজ ∆ AOB এর ক্ষেত্রফল 

= (1/2)× AB× √(OA2 - AB2/4)

= (1/2)× 6 × √(25-9)

= (1/2)× 6× 4

= 12 সে.মি. ।

অতএব , 1/2 × OA × BD =12

       বা ,  5× BD = 12 ×2

       বা,  BD = 24/5=4.8 সে.মি. ।

অতএব , 

BC = 2× BD = 2 × 4.8 সে.মি. = 9.6 সে.মি. ।




অতএব , BC জ্যা এর দৈর্ঘ্য 9.6 সে.মি. ।



 (3) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোন AOB = 60° এবং CD = 6 সেমি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

সমাধান : প্রদত্ত , AB = CD= 6 সে.মি.। (প্রদত্ত)

যেহেতু , <AOB = 60 ডিগ্রী

এবং OA = OB (একই বৃত্তের ব্যাসার্ধ )

=> <OAB = <OBA = (180 -<AOB)/2 = (180-60)/2

                                                            =120/2 = 60 ডিগ্রী

অতএব , ∆ AOB একটি সমবাহু ত্রিভুজ ।

সুতরাং , OA = OB =AB = 6 সে.মি.।

বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. ।         (উত্তর)






 (4) O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে-কোনো একটি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি. এবং OP = 3 সেমি. হলে, P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি।

সমাধান : 

প্রদত্ত প্রশ্নে P বিন্দুগামী ন্যুনতম দৈর্ঘ্যের জ্যা এর কথা বলা হয়েছে , সুতরাং নির্ণেয় জ্যা টি অবশ্যই OP এর অপর লম্ব হবে। 

চিত্রানুযায়ী , OA = 5সে.মি.।

                   OP = 3 সে.মি. ।

     অতএব , AP = √( OA2 - OP2)

                          = √( 25 - 9)=√(16)= 4 সে.মি.।

অতএব ,নির্ণেয় জ্যা এর দৈর্ঘ্য = AB= 2 × AP = 2×4

                                                                     = 8 সে.মি. 








 (5) P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ-এর সমান্তরাল সরলরেখা বৃত্তদুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে। PQ = 5 সেমি. হলে, CD-এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

সমাধান : আমরা জানি ,

               CE= AE

সুতরাং , AC =AE+CE=2 AE

আবার,    AF = FD

সুতরাং , AD = AF+FD= 2AF

অতএব ,  CD= AC+AD= 2 AE +2 AF= 2 × EF

যেহেতু PQ ও CD পরস্পর সমান্তরাল এবং EF ,CD এর অংশ ।সুতরাং , EF || CD 

আবার , PE ও QF ,CD এর অপর লম্ব ।(অঙ্কনানুসারে)

সুতরাং , PQFE একটি আয়তক্ষেত্র ।

অতএব , EF=PQ =5 সে.মি.। (যেহেতু PQ=5সে.মি.)

অতএব , CD =2 ×EF= 2×5 = 10 সে.মি. ।   ........ ( উত্তর)


         *******       *******      *******   *******


      


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অধ্যায় -7: বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য for class 10

বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ ,অধ্যায় -15,ক্লাস -8