ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবে ??
ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবে ?? ::::::::::: ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমে পূর্ব জ্ঞান হিসেবে কাঁটা কম্পাসের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করা জানতে হবে। তাই কাঁটা কম্পাসের সাহায্যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করবে সেটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিই। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকারের , আর সে গুলি হলো --- 1. বিষমবাহু ত্রিভুজ -- যে ত্রিভুজের তিনটি বাহু অসমান অর্থাৎ আলাদা আলাদা । 2. সমদ্বিবাহু ত্রিভুজ -- যে ত্রিভুজের দুটি বাহু সমান কিন্তু একটি বাহু অসমান । 3. সমবাহু ত্রিভুজ -- যে ত্রিভুজের তিনটি বাহু সমান । আর কোনভেদে ত্রিভুজ তিন প্রকার এবং সেগুলো হলো --- 1. সুক্ষ্মকোনি ত্রিভুজ -- যে ত্রিভুজের সব গুলো কোন সুক্ষ্মকোন । 2. স্থূলকোনি ত্রিভুজ -- যে ত্রিভুজের একটি কোন স্থূলকোন । 3. সমকোনি ত্রিভুজ -- যে ত্রিভুজের একটি কোন সমকোন অর্থাৎ একটি কোন 90° । উপরের উল্লেখিত ছয় প্রকার ত্রিভুজ কাঁটা কম্পাসের সাহায্যে অঙ্কন করা প্রথমে শিক্ষার্থীকে শিখতে হবে ।তার জন্য শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষকের কাছে সেটা শিখে নিতে হবে অথবা গৃহশিক্ষকের কাছে শিখে নিতে...