অধ্যায় - 7 ,ক্লাস - 6
কষে দেখি - 7
1. মিঠু 4 টি খাতা কিনবে। 1 টি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করো ।
সমাধান :
1 টি খাতার দাম 12.75 টাকা ।
অতএব , 4 টি খাতার দাম (12.75 × 4) টাকা ।
= 51 টাকা । (উত্তর)
2. রেজিনাবিবি তাঁর জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি।
সমাধান : ধরি , জমির মোট পরিমাণ = 1 অংশ ।
অতএব ,বাকি অংশ = ( 1 - 0.35) অংশ = 0.65 অংশ ।
বাকি অংশের 0.2 অংশ = (0.65×0.2) অংশ = 0.13 অংশ ।
( উত্তর)
3. আমার কাছে 150 টাকা আছে। আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ নিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি।
সমাধান :
আমার খাতা কিনতে খরচ হয়েছে = (150×0.3) টাকা
= 45 টাকা ।
আমার গল্পের বই কিনতে খরচ হয়েছে = ( 150×0.4) টাকা
= 60 টাকা ।
সুতরাং আমার কাছে টাকা পড়ে আছে
= 150 - ( 45+60 ) টাকা =( 150 - 105) টাকা । (উত্তর )
4. আজ আমরা মোটরগাড়িতে 94.5 কিমি পথ যাব। এক কিলোমিটার যেতে ঐ মোটরগাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার।
সমাধান :
1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার ।
অতএব, 94.5 '' " " " " ( 94.5 × 0.078) লিটার
= 7.371 লিটার ।
( উত্তর )
5. আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছোতে 1.4 ঘণ্টা সময় নিল। যদি সে ঘণ্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঙ্ঘাট কত দূরে হিসাব করি।
সমাধান :
1 ঘন্টায় সাইকেলটি যাই 11.5 কি.মি. ।
অতএব , 1.4 " " " ( 11.5 ×1.4 ) কি.মি.।
= 16.1 কি.মি. । (উত্তর )
6. মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি।
সমাধান :
আমাকে দোকানে টাকা নিয়ে যেতে হবে
= ( 62.50× 2.5 ) টাকা ।
= 156.25 টাকা । (উত্তর )
7. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি.। ঐ সমবাহু ত্রিভুজের 1 টি বাহুর দৈর্ঘ্য কত সেমি. তা দশমিক সংখ্যায় লিখি।
সমাধান :
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3 × 1 টি বাহু ।
অতএব , 1 টি বাহু = (14.4 ÷ 3) সে.মি. ।
= 4.8 সে.মি. । (উত্তর)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন