অধ্যায় -23 ( ত্রিকোণমিতি) for class 10
অধ্যায় -23.2 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী
1.
আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60° কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি।
সমাধান:
2. ABC সমকোণী ত্রিভূজের <B সমকোণ। AB - 8/3 সেমি এবং BC - সেমি হলে, <ACB ও <BAC-এর মান হিসাব করে লিখি।
3. ∆ABC সমকোণী ত্রিভুজের <B = 90° ও <A = 30° এবং AC = 20 সেমি। BC এবং AB এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
4. ∆POR সমকোণী ত্রিভুজের <Q = 90° ও <R =45°:
যদি PR = 3√2 মিটার হয়, তাহলে PQ ও QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন