শতকরা
1.উৎপলবাবু অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারজন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় তার কতো পরিমান আয় বাড়বে না কমবে ,হিসাব করো। সমাধান : পূর্বে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করতেন। বর্তমানে সেই খরচ 40% বৃদ্ধি পাওয়ায় জমিতে খরচ হয় = 1200+(1200×40%) =1200+(1200×40/100) =1200+480 =1680 টাকা । পূর্বে তিনি জমি থেকে 3000 টাকার ফলন পেতেন কিন্তু বর্তমানে জমি থেকে তিনি ফলন পান = 3000+(3000×55%) =3000+(3000×55/100) =3000+1650 =4650 টাকা। অতএব ,পূর্বে তিনি লাভ পেতেন =(3000-1200) = 1800 টাকা বর্তমানে তিনি লাভ পান =(4650-1680) =2970 টাকা । অতএব, অধিক ফলনশীল ধানবীজ ব্যবহ...