কিছু বিশেষ সংখ্যা দ্বারা ভাগের নিয়ম

ভূমিকা : আমাদের অংক করার সময় প্রায়ই কোনো সংখ্যাকে ভাগ করার প্রয়োজন হয়। কখনো কখনো সেই সংখ্যাটা ( ভাজ্য) কি দিয়ে ভাগ যাবে সেটা বোঝে ওঠা মুশকিল হয়ে পরে। কিন্তু কিছু বিশেষ সংখ্যা আছে যারা একটা নিয়ম মেনে ভাজক হিসেবে কাজ করে । সেটা আমাদের জানা থাকলে কোনো ভাজ্য সংখ্যা ঐ বিশেষ সংখ্যা দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা খুব সহজে জানা যাবে । তারফলে অঙ্ক করার সময় হিসেব করতে সুবিধে হবে এবং অঙ্ক করতে সময়ও কম লাগবে। তাহলে জেনে নেওয়া যাক ঐ বিশেষ সংখ্যাগুলো দ্বারা ভাগ হবার নিয়ম । Divisibility of a number by 2 ( 2 দ্বারা ভাগের নিয়ম) কোনো একটি সংখ্যা (ভাজ্য) 2 দিয়ে ভাগ যাবে যদি ঐ সংখ্যাটির শেষ অংকটি জোড় সংখ্যা হয় । আর যদি ঐ সংখ্যার শেষ অঙ্কটি বিজোড় হয় তাহলে সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে না। A number is divisible by 2 if last digit of the number is even.and if last digit of that number is odd then that number is not divisible by 2. যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক টি যদি জোড় অথবা শুন্য (0) হয় ,তাহলে ঐ নম্বরটি 2 দিয়ে ভাগ যাবে ,নাহলে সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে না। If last digit of any nu...